ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৬

হাজারীবাগে হিজবুত তাহরির সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
হাজারীবাগে হিজবুত তাহরির সদস্য গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আব্দুল বাতেন (৫৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা সিনিয়র এএসপি রবিউল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকালে আব্দুল বাতেনের কাছ থেকে উসকানিমূলক লিফলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল বাতেন ইনস্টিটিউট অব লেদার ইউনিভার্সিটির টেকনশিয়ান ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরকাঁঠালী গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপরে