খুব দ্রুত তিন হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু: পররাষ্ট্রমন্ত্রী
সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্য থেকে তিন হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন খুব দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তবে কবে থেকে তা শুরু হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
বুধবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন খুব শিগগির শুরু করব। প্রথম দফায় তিন হাজারের বেশি রোহিঙ্গাকে যাচাই-বাছাই করা হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই তাদের প্রত্যাবাসন করা সম্ভব হবে। তবে তারিখ-টারিখ এখন বলতে পারব না।’
চলতি বছরেই এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই তো বললাম না, খুব শিগগির শুরু হবে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে বিভিন্ন সময় দমন-পীড়ন চালায় মিয়ানমার। আশির দশক থেকে সেনা অভিযানের মুখে বাংলাদেশের দিকে ছুটে এসেছে রোহিঙ্গারা। তবে গত বছরের আগস্টে সেনা অভিযানে হত্যা-ধর্ষণ-নির্যাতনের মুখে ইতিহাসের সবচেয়ে বড় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় আসা আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে।
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘসহ গোটা বিশ্ব উদ্বেগ জানিয়েছে। এই জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছে সবাই। সেই সঙ্গে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে।
তবে মিয়ানমার নিজ দেশের মানুষদের ফিরিয়ে নেয়ার বিষয়ে টালবাহানা করছে। বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি করার পরও প্রত্যাবাসন শুরু করছে না তারা।
