ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:১৫

ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলক্রসিং এলাকায় ট্রেন কাটা পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে নিয়েছে পুলিশ।

কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম  জানান, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় কর্পোরাল আব্দুর রাজ্জাক ট্রেনের নিচে কাটা পড়লে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

এসআই রবিউল আরও জানান, ‘নিহত আব্দুর রাজ্জাক ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদস্য বলে জানতে পেরেছি। কয়েকদিন আগে তিনি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে বদলি হয়ে এসেছেন। ডিউটি করতে তিনি সেখান থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন।’

উপরে