ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩৪

২৫ হাজার টাকায় বিক্রি হতো ১ লাখ জাল রুপি

নিজস্ব প্রতিবেদক
২৫ হাজার টাকায় বিক্রি হতো ১ লাখ জাল রুপি

রাজধানীর শ্যামলী রিং রোড থেকে প্রায় ষোলো লাখ ভারতীয় জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ শামসুল হক (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শামসুল এর আগেও একবার জাল রুপিসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবপুরে। র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্যামলী রিং রোডের গার্ডেন স্ট্রিট ভবনের একটি বাসা থেকে ১৫ লাখ ৭৪ হাজার টাকার জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

এসব জাল রুপি ডিলারদের কাছে এক প্যাকেট (এক লাখ রুপি) ২৫ হাজার টাকায় বিক্রি করা হতো বলে গ্রেপ্তার যুবক স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘শামসুল এক সময় সীমান্ত দিয়ে ভারতীয় গরু এনে গাবতলীর হাটে বিক্রি করত। পাঁচ বছর ধরে তিনি জাল রুপি তৈরি ব্যবসায় জড়িত। এসব জাল রুপি বিভিন্ন ডিলারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে  ছড়িয়ে দিত। এছাড়া সীমান্তের চোরাচালানীদের মাধ্যমে ভারতেও পাঠাতো।’

উপরে