ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৬

চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেল

নিজস্ব প্রতিবেদক
চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেল

ভারত ও বাংলাদেশের মধ্যে আরও একটি রেল রুটের উদ্বোধন হতে চলেছে। শিগগির ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

সোমবার বিকাল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রায় ৬৭৮ কোটি টাকা ব্যয়ে ৫৩ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন কাজেরও উদ্বোধন করা হয়।

এই নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৃথক সুধী সমাবেশের আয়োজন করে রেল মন্ত্রণালয়।

রেলওয়ে সূত্র মতে, ২০১০ সালের ১২ জানুয়ারি আখাউড়া-আগরতলা ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তি স্বাক্ষর করেন।

প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের নির্মান কাজের সিংহভাগ অর্থের যোগানদাতা ভারত। রেললাইনটির আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে। এটি আগরতলা স্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে গঙ্গাসাগর রেল স্টেশন হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শেষ হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকদিন থেকেই রেলপথে যোগ স্থাপন হয়েছে বাংলাদেশের। দুই দেশের মধ্যে চলছে মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।

তবে যাত্রী স্বল্পতার কারণে সম্প্রতি চালু হওয়া বন্ধন এক্সপ্রেস বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এবার ত্রিপুরা থেকেও যদি পর্যাপ্ত যাত্রী না পাওয়া যায় সেক্ষেত্রে বড়সড় প্রশ্ন উঠবে প্রকল্পটি নিয়ে।

উপরে