ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৯

মোহাম্মদপুরে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ডিবি উত্তরের গুলশান জোনাল টিম মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদ (২৯), আহমদ হোসেন (২৭) ও রিপন আকন (৪১) নামে তিন জনকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট এনে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপরে