সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক উত্তর বিভাগের সচেতনতামূলক কর্মসূচি
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং জেব্রা ক্রসিং পারাপার ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ট্রাফিক উত্তর বিভাগ। এরই ধারাবাহিকতায় রোববার (১৬ সেপ্টেম্বর) ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন মেরুল বাড্ডায় (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়।
এছাড়া রাস্তায় চলাচলের নিয়মকানুন (রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার), সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করণীয় বিষয়ও এই প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান বক্তা ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, রাস্তা পারাপার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মোটরযান আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) মো. জিন্নাত আলী মোল্লা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা ট্রাফিক জোন) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
