আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:২২
রাজধানীতে ৩৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ও বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আট মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে র্যাব-১০ এই ইয়াবা উদ্ধার ও আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আটজন হলেন মো. হানিফ মোল্লা (৩৫), মো. মিরাজ শেখ (৩২), সুমা আক্তার (৫২) ও সাথী (১৯), মো. মাসুম মিয়া (২৬), মো. শামীম আহম্মেদ (২২),
ইসমাইল (২১) ও শামীমূল ইসলাম (২৯)।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ও মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, বিদেশি মদ, একটি প্রাইভেট কার ও মাদক বিক্রির তিন লাখ টাকা জব্দ করা হয়েছে।’
