ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৭

ডিবির নতুন যুগ্ম কমিশনার মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক
ডিবির নতুন যুগ্ম কমিশনার মাহবুব আলম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে মো. মাহবুব আলমকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক অফিস আদেশে তাকে বদলি করে নতুন এ দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে আজ বুধবার এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

মো. মাহবুব আলম এর আগে ডিবির উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ যুগ্ম কমিশনার পদে পদোন্নতি পেয়ে ডিএমপি সদর দফতরে দায়িত্ব পালন করেন তিনি।

মাহবুব আলমের আগে ডিবির যুগ্ম কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল বাতেন।

উপরে