ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩০

৫ জেলায় সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
৫ জেলায় সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

দেশের পাঁচ জেলায় সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে একযোগে এ অভিযান চালানো হয়।

দুদকে অভিযোগের প্রেক্ষিতে রোববার (২২ সেপ্টেম্বর) পৃথক পাঁচটি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে। জেলাগুলো হলো- নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া।

 

দুদক জানায়, এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযানে এসব অফিসে বিদেশগামী ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। এ সময় সিভিল সার্জনরা দুদক টিমকে অনৈতিক অর্থ আদায় তৎপরতা বন্ধ এবং শ্রমিকদের বিনা হয়রানিতে স্বাস্থ্যগত ছাড়পত্র দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

অভিযানের বিষয়ে দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিভিল সার্জন অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অনৈতিক অর্থ প্রদান বন্ধে প্রয়োজনে ট্র্যাপ অভিযান চালানো হবে।’

উপরে