ফুটপাতে গাড়ি : পত্রিকা দেখে মালিককে চিঠি, চালককে তলব
বাংলামোটর এলাকার ফুটপাতে গাড়ি পার্কিং করা। গত সোমবার একটি জনপ্রিয় দৈনিকের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত এ ছবি দেখে গাড়ির মালিককে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ।
সোমবার চিঠিটি ইস্যু করে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের ট্রাফিক কার্যালয়ে আসতে বলা হয়। তবে মঙ্গলবার তাদের কেউ ট্রাফিক দক্ষিণের কার্যালয়ে আসেননি।
ট্রাফিক দক্ষিণ সূত্র জানায়, পত্রিকায় আইন ভঙ্গ করে রাখা গাড়ির ছবি দেখে এর নম্বর বিআরটিএ’তে পাঠানো হয়। সেখান থেকে জানা যায়, গাড়ির মালিক মোহাম্মদ ফিরোজ শাহ্ শিকদার। তার বাড়ি শেখেরটেক পিসি কালচার হাউজিং সোসাইটিতে।
ফিরোজ শাহর উদ্দেশ্যে ট্রাফিক দক্ষিণের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘এই মর্মে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাড়ি নম্বর ঢাকা-মেট্রো-গ-২৭-৫৬৫৬ গত ২৪ সেপ্টেম্বর (দৈনিক প্রথম আলো-পৃষ্ঠা নম্বর-৩) বাংলামোটর ঢাকাতে ট্রাফিক আইন অমান্য করে (ফুটপাতে অবৈধ পার্কিং/রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি)। বিআরটিএ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আপনি ওই গাড়ির মালিক। মোটরযান আইনের ১৪০ ও ১৫৭ ধারা অনুযায়ী চালকের বিরুদ্ধে আনীত অভিযোগটি নিষ্পত্তির জন্য গাড়ির চালককে মোটরযান আইনের ১০৩ ধারা মোতাবেক তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অন্যান্য সব ডকুমেন্টের মূল কপি ও ফটোকপিসহ আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’
ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মাজেদ বলেন, ‘গতকাল চিঠিটি ইস্যু করা হয়েছে। তারা আজকে আসেননি। অনেক সময় চিঠি পেতে ৩-৪ দিন সময় লেগে যায়।’
ডিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ট্রাফিক আইন অমান্যকারীদের কোনো ছাড় দেয়া হবে না। অনেক অপরাধ পুলিশের চোখ এড়িয়ে গেলেও নিয়মিত ভিডিওর মাধ্যমে মামলা দেয়া হচ্ছে।
