মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন কার্যক্রম অনলাইনে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সব কর্মকর্তার বেতন-বিল এখন থেকে অনলাইনে সাবমিট করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম তার বেতন-বিল অনলাইনে সাবমিট করে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সচিব বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পেপারলেস অফিসের যুগে প্রবেশ করল। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রায় সব ফাইলই এখন ই-ফাইলিংয়ের মাধ্যমে প্রক্রিয়ায় করা হয়। বেতন-বিল আগে কাগজে লিখে সাবমিট করা হত। এখন থেকে আর কাগজের বিল সাবমিট করা হবে না। ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তারা তাদের বেতন বিল সাবমিট করবেন।’
অর্থ মন্ত্রণালয় সর্ব প্রথম অনলাইনে কর্মকর্তাদের বেতন-বিল কার্যক্রম শুরু করে। এরপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় মন্ত্রণালয় হিসেবে অনলাইনে বেতন-বিল সাবমিটের কার্যক্রম শুরু করল।
এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অতিরিক্ত সচিব মো. আব্দুল করিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
