আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:২২
সাগরে প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর দুই সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে প্রশিক্ষণ চলাকালে ‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর জানায়, নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইএসপিআরের পক্ষ থেকে আহতদের মধ্যে দুজন অফিসার থাকার কথা জানানো হয়েছে। তাদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
