ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৭:১২

রুল নিষ্পত্তির আগে হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা ভাঙা যাবে না

ভোরের বাংলা ডেস্ক
রুল নিষ্পত্তির আগে হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা ভাঙা যাবে না

রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণে হাইকোর্টের নির্দেশের উপর স্থিতিবস্থা জারির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সেই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনাগুলো ভাঙা যাবে না।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

একটি জাতীয় দৈনিকে ‘নিষ্ক্রিয় ভূমিকায় রাউজক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন যুক্ত করে এ ব্যাপারে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়।

সেই রিটের শুনানি নিয়ে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

সেই সাথে নকশা বহির্ভূতভাবে ওই প্রকল্পে কোনো স্থাপনা যাতে কেউ নির্মাণ করতে না পারে, সে জন্য প্রতিনিয়ত তদারকি করার নির্দেশ দেয়া হয়।

এছাড়া ওই প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লে-আউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনাগুলোর মালিকরা।

উপরে