ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮ ১৫:৩০

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

ভোরের বাংলা ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা ৩০ দিনের মধ্যে সংশোধন বা বাতিল চেয়ে সরকার বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, তথ্য সচিব, আইন সচিবকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ নোটিশে আগামি ৩০ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা(৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩, ৫৩) সংশোধন বা বাতিল করার অনুরোধ করা হয়। অন্যথায় ওই ৯টি ধারা সংশোধন বা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানান আইনজীবী জুলফিকার আলী জুনু।

 
উপরে