ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১৮:২৪

রাজধানীর কাকলী চেকপোস্টে টি আই আজহারের সাহসিকতায় ৯৯ বোতল বিদেশী মদসহ গাড়ী আটক

রিপন হাওলাদার/দেলোয়ার হোসেন
রাজধানীর কাকলী চেকপোস্টে টি আই আজহারের সাহসিকতায় ৯৯ বোতল বিদেশী মদসহ গাড়ী আটক
 রাজধানীর কাকলী চেকপোস্টে আজ বেলা ১২ টার সময় একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে টিআই আজহার তল্লাশি করতে গেলে গাড়ীর চালক গাড়ী থেকে দ্রুত পালিয়ে যায়।ট্রাফিক সদস্যরা তাকে ধরার চেষ্টা করলে সে একটি গলির ভিতরে ঢুকে যায় । পরে গাড়ীটি তল্লাশি করে  বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৯ পিস বিদেশী মদসহ গাড়ীটি জব্দ করা হয়। আটককৃত গাড়ীটির বিষয়ে এসি গুলশান জোন জুনায়েদ সরকারকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং এই বিষয়ে মাদক আইনে  বনানী থানায় একটি মামলা করা হয়েছে। এসময় সার্জেন্ট হান্নান, সহ অন্যান্য ট্রাফিক সদস্যরা উপস্থিত ছিলেন
উপরে