ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১০:৪৩

ট্রাককে ট্রেনের ধাক্কা, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ভোরের বাংলা ডেস্ক
ট্রাককে ট্রেনের ধাক্কা, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

যশোরের অভয়নগর উপজেলায় রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

মঙ্গলবার সকাল সাতটার দিকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার গেট এলাকা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উপরে