ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাতরাচ্ছে প্রিয়াংকা
ফেনী সদর উপজেলার শর্শদীতে প্রিয়াংকা নামে ৫ বছরের এক শিশুর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। ক্ষত-বিক্ষত শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে প্রিয়াংকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শিশুটিকে কাঁদতে দেখে জোহরা নামে এক নারী হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জোহরা আক্তার জানান, ওই দিন দুপুরে শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি এলাকার পাঠান বাড়ি সংলগ্ন একটি সড়কে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে যান। পরে স্বামী জাহাঙ্গীর আলমের পরামর্শে তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করান তারা।
প্রিয়াংকা শুধু তার নাম ও মায়ের নাম শাহিনী বলা ছাড়া আর কিছু জানাতে পারছে না। বর্তমানে শিশুটি হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে সে কোথায় কিভাবে এই নির্যাতনের শিকার হয়েছে সেটাও জানা যায়নি।
বিষয়টি নিয়ে ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হাসান বলেন, শিশুটির শরীরে অসংখ্য পোড়া ক্ষত রয়েছে। তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
