বোরকা পরে ঘরে ঢুকে আ.লীগ নেতাকে হত্যা
বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করে।
নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁধ কেটে বোরকা পরিহিত চার পাঁচজন লোক তাদের ঘরে ঢুকেন। এসময় তার স্বামী ও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় প্রথমে তার পরে স্বামী খলিলুর রহমানের হাত পা ও মুখমণ্ডল বেঁধে ফেলেন।
খলিলুর রহমানের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা টের পেয়ে লিলি বেগমের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খলিলের মরদেহ উদ্ধার করে। নিহতের খলিলুর রহমানের তিন ছেলে ঢাকায় থাকেন। এছাড়া তার দুই মেয়ে মেয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন। বৃদ্ধ দম্পতি গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে।
