ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩ নভেম্বর, ২০১৮ ১৯:০৫

যৌনশক্তি বাড়াতে পারদ খেয়ে ২ জনের মৃত্যু!

ভোরের বাংলা ডেস্ক
যৌনশক্তি বাড়াতে পারদ খেয়ে ২ জনের মৃত্যু!

টাঙ্গাইলের মির্জাপুরে কবুতরের মাংসের সাথে পারদ মেশানো খাবার খেয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালি থানার পুঠিমারী গ্রামের হিরো মিয়ার ছেলে সুলতান (২৪), একই এলাকার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের আব্দুল ছামাদ মিয়ার ছেলে আনোয়ারুল (৩০)।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎস্বাধীন রয়েছেন। সে নওগাঁ জেলার মান্দা থানার চকগোপাল গ্রামের মমতাজের ছেলে রাব্বানী (২৫)।

শুক্রবার (২ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সুলতানের বড় ভাই সোহেল জানান, শুক্রবান রাতে আনোয়ারুল ও সুলতান কবুতরের মাংস রান্না করে যৌন শক্তি বৃদ্ধির জন্য তার সাথে পারদ মিশিয়ে খায়। অবশিষ্ট অংশ মুদি দোকানদার রাব্বানীকেও দেয়। খাবার খেয়ে রাব্বানী চলে যায় তার শ্বশুর বাড়ি। সেখানে রাত ১২ টার দিকে বেশ কয়েকবার বমি করলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুইজনই রাতের বেলা বমি করলে তাদেরও একই হাসপাতালে তাদের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার এস.আই আশিকুজ্জামান জানান, দুটি লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

উপরে