আপডেট : ৯ নভেম্বর, ২০১৮ ১০:২৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভোরের বাংলা ডেস্ক
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ অটোরিকশাএ ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার (৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সবুজ। এ ঘটনায় নিহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয় । এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে যায়।
