ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ২১:১২

ওমরাহ্‌ পালন করতে যাচ্ছেন তামিম ইকবাল

ভোরের বাংলা ডেস্ক
ওমরাহ্‌ পালন করতে যাচ্ছেন তামিম ইকবাল

এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পরেন টাইগার ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এরপর খেলেতে পারেননি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিস করতে পারেন প্রথম টেস্ট। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সময়টা কাজে লাগাতে চাইছেন ওমরাহ্‌ পালনের মাধ্যমে। শনিবার (১৭ নভেম্বর) রাতে সৌদির উদ্দেশে রওনা করবেন তিনি।
এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্‌ পালন করেন তামিম ইকবাল।

 ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ  সিরিজের পূর্ণাঙ্গ সময় সূচি-

টেস্ট:

১ম টেস্ট- ২২ থেকে ২৬ নভেম্বর, চট্টগ্রাম (সকাল ৯.৩০ মি)
২য় টেস্ট- ৩০ নভে. থেকে ৪ ডিসেম্বর, মিরপুর (সকাল ৯.৩০ মি)

ওয়ানডে:

১ম- ৯ ডিসেম্বর, মিরপুর, (দুপুর ১টা)
২য়- ১১ ডিসেম্বর, মিরপুর, (দুপুর ১টা)
৩য়- ১৪ ডিসেম্বর, সিলেট, (দুপুর ১২টা)

টি-টোয়েন্টি:

১ম- ১৭ ডিসেম্বর, সিলেট, (সন্ধ্যা ৪টা)
২য়- ২০ ডিসেম্বর, মিরপুর, (সন্ধ্যা ৫টা)
৩য়- ২২ ডিসেম্বর, মিরপুর, (সন্ধ্যা ৫টা)

উপরে