আনিসুল আমাদের মাঝেই আছেন: রুবানা হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক তার কাজের কারণে এখনো সবার হৃদয়ে আছেন। তার আত্মিক উপস্থিতি আমরা বোধ করি। তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি।’
সেখানে আনিসুল হক সম্পর্কে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন তার স্ত্রী রুবানা হক।
রুবানা হক বলেন, ‘মানুষের জীবন তো আর শরীর নয়, আত্মা বটে। তার আত্মিক উপস্থিতি আমার বোধ করি এবং বিশ্বাস করি তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি। আমাদের এক বড় ভাই বলছিলেন তিনি (আনিসুল হক) বোকা এবং পাগল একটা মানুষ। এই বোকা এবং পাগল মানুষটি হয়তোবা আপনাদের সকলের দোয়ায় যেন স্বর্গে গেছেন।’
রুবানা হক আরো বলেন, ‘ব্যবসায়ী হলেই দরজার এই পাশে এক কথা, বাইরে গিয়ে আরেক কথা বলতে হয় না। আনিস কখনও বলে নাই। আনিস সাংঘাতিক সোজা এবং সাদামাটা মানুষ। এবং কখনও কারো বদনাম করেননি, যতোটুকু পেরেছেন ততোটুকু সাহায্য করার চেষ্টা করেছেন, যখন পারেননি তখন অক্ষমতা প্রকাশ করেছেন। উনি যেখানে গেছেন আমি নিশ্চিত তিনি ওইখানে বাগান সাজাচ্ছেন, রাস্তা গোছাচ্ছেন।’
বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মো. আতিকুল ইসলাম, বিজিএমইর সহ-সভাপতি এস.এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও পরিচালকবৃন্দ, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ.কে আজাদ, রুবানা হকের পরিবারবর্গ, আনিসুল হকের ছোটভাই ও সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ পোশাকশিল্পের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আনিসুল হক একজন সাহসী মানুষ, তার এই গুণটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো। তিনি শত্রু সাথেও হাসিমুখে নেগোশিয়েট করতেন। আনিসুল হক অন্যায়ের বিরুদ্ধে লড়ে সবার হৃদয়ে বেঁচে আছেন।’
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আনিসুল হক কোনো কাজ করতে চাইলে করে দেখিয়েছেন। উত্তর সিটিতে প্রতিনিয়িতই এখনও ওনার ছোঁয়া পাওয়া যায়। উনি আমাদের মাঝে বেঁচে আছেন।’
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘উনি সাধারণ মানুষ নন। কারণ সাধারণ মানুষ কোনো একটি ক্ষেত্রে ভালো করে, সব ক্ষেত্রে নয়। কিন্তু উনি ছিলেন সর্বক্ষেত্রেই অসাধারণ।’ আনিসুল হকের স্বপ্ন পূরণের প্রত্যয়ের কথাও জানান আতিকুল ইসলাম।
আনিসুল হকের স্মৃতিকথা নিয়ে তার পরিবারকে বই প্রকাশের আহ্বান জানান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
বিজিএমইএ’র সহ সভাপতি এস এম মান্নান কচি বলেন, ‘সবাই শুধু তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের কথা বলেন। কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় থাকা বেদখল জমিও উনি উদ্ধার করেছেন। পরে সেখানে উন্নয়ন করেছেন।’
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০.২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মৃত্যুবরণ করেন আনিসুল হক।
