ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৬

আল্লামা মাসঊদের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভোরের বাংলা ডেস্ক
আল্লামা মাসঊদের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ। এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

সোমবার বিকালে আল্লামা মাসঊদের বারিধারার বাসভবনে আসেন জার্মান রাষ্ট্রদূত।

বাংলাদেশ জমিয়তুল উলামার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সাধারণ মানুষের প্রশংসা করে বলেন, ‘আমি এ দেশের আতিথেয়তায় মুগ্ধ। তারা অনেক মেহমানদারি করেন। এ দেশের মানুষের চিন্তা ও দর্শনের সঙ্গেও আমাদের যথেষ্ট সামঞ্জস্য আছে। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। আমরাও আশ্রয় দিয়েছি।’

পিটার ফারেন হোল্টজ বাংলাদেশের আসন্ন নির্বাচনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আমরা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা করছি। স্বাধীনতার পর সবেচেয় বেশি রাজনৈতিক দল এবার জাতীয় একাদশ নির্বাচনে অংশ নিচ্ছে। এত দল কখনোই নির্বাচনে অংশ নেয়নি।’

জার্মান রাষ্ট্রদূত শনিবার টঙ্গীতে তাবলিগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে একটি দুঃখজনক অধ্যায় উল্লেখ করেন।

জার্মান রাষ্ট্রদূত বলে, ‘জার্মানি বাংলাদেশে অবাধ গণতন্ত্রের চর্চা দেখতে চায়। সেজন্য একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা করছি। কোনো রাজনৈতিক দলই নির্বাচনের বাইরে থাকবে না।’

বাংলাদেশের উন্নয়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আমরা বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন, ইলেকট্রনিক পাসপোর্ট, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছি। জার্মানি সব সময় বাংলাদেশের জনগণের সাথে আছে।’

উপরে