ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫০

প্রধানমন্ত্রীর রংপুর সফরে মহাসড়কে কড়া নিরাপত্তা

ভোরের বাংলা ডেস্ক
প্রধানমন্ত্রীর রংপুর সফরে মহাসড়কে কড়া নিরাপত্তা

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রংপুর-ঢাকা মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকা। নীলফামারীর সৈয়দপুর থেকে তারাগঞ্জ, রংপুর, মিঠাপুকুর শঠিবাড়ি পীরগঞ্জ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের দু পাশে অবস্থান নিয়েছেন।

সকাল সাড়ে ১১ টায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সেখানে জনসভা শেষে সড়ক পথে রংপুরের পীরগঞ্জে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি ফতেহপুর যাবেন। সেখানে জোহরের নামাজ আদায় করে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনময় করবেন।

সেখান থেকে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সড়ক মহাসড়কে ঘুরে দেখা গেছে, সড়কের দু পাশ ধরেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। দুরপাল্লার অল্পসংখ্যক বাস বিকল্প পথে চলাচল করছে। ছোট যানবাহন চলতে দেয়া হচ্ছে না।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমরা নিরাপত্তার জন্য সড়কে কাজ করছি। অটোরিকশা, থ্রি হুইলারসহ ছোট ছোট যানবাহন চলতে দেয়া হচ্ছে না।

উপরে