ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৩

বিএসএমএমইউ পরিচালকের মায়ের মৃত্যুতে ভিসির শোক

ভোরের বাংলা ডেস্ক
বিএসএমএমইউ পরিচালকের মায়ের মৃত্যুতে ভিসির শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়য়া। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ সোমবার সকালে পরিচালকের মা ফেরদৌস আরা (৭৬) বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের সিসিইউ-২ তে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও সাত মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

মরহুমা ফেরদৌস আরাকে আজই তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপরে