অনলাইনে ভুয়া প্রচার নিয়ে সেনাবাহিনীর সতর্কতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সতর্কবার্তায় সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার প্রকৃত ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। আসল ওয়েবসাইট বা ফেসবুক পেজ বাদে অন্য কোথাও প্রকাশিত বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যসংবলিত কোনো পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বলেছে আইএসপিআর।
সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army, ওয়েব অ্যাড্রেস: https://www.facebook.com/bdarmy.army.mil.bd এবং Join Bangladesh Army অ্যাড্রেস: https://joinbangladesharmy.army.mil.bd| এছাড়া সেনাবাহিনীর ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/bdarmy.army.mil.bd | ইউটিউব চ্যানেলের নাম: https://www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw।
