ভোট পড়ার রেকর্ড
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার রেকর্ড হয়েছে। এবার ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। যা অন্য কোনো সংসদ নির্বাচনে পড়েনি। এবার ৮টি আসনে ৯০ শতাংশের উপরে ভোট পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে।
দেশের ২৩৬টি সংসদীয় আসনে ভোট পড়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ হিসার পাওয়া গেছে।
এদিকে সোমবার নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলনে বলেন, `নির্বাচনে ভোট উৎসবে সারাদেশে প্রায় ১০ কোটি ভোটার ভোট প্রদানের সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে শতকরা ৮০ ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছেন।‘
তিনি বলেন, ‘ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ পরিবেশে ও বিপুল সংখ্যক ভোটারের ভোটদানের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
কোন নির্বাচনে কত ভোট পড়েছে
এর আগে সংসদ নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়ে। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনে। এতে ভোট পড়ে ২৬.৫ শতাংশ। এছাড়াও প্রথম সংসদে ৫৪.৯ শতাংশ, দ্বিতীয় সংসদে ৫১.৩ শতাংশ, তৃতীয় সংসদে ৬১.৩ শতাংশ, চতুর্থ সংসদে ৫২.৫ শতাংশ, পঞ্চম সংসদে ৫৫.৪ শতাংশ ভোট পড়ে।
অন্যদিকে সপ্তম সংসদে ৭৫.৪৯ শতাংশ, অষ্টম সংসদে ৭৫ শতাংশ এবং দশম সংসদে প্রায় ৪০ শতাংশ ভোট পড়ে। তবে একাদশ সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এবার ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।
৮ আসনে ৯০ শতাংশের উপরে ভোট
জানা গেছে, রংপুর-৬ আসনে ভোট পড়েছে ৯০ দশমিক ৬৫ শতাংশ। এ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া বগুড়া-১ আসনে ভোট পড়েছে ৯১ দশমিক ৪ শতাংশ, সিরাজগঞ্জ-১ আসেন ৯৪ দশমিক ৫৯ শতাংশ, জামালপুর-২ আসনে ৯০ দশমিক ৩৪ শতাংশ, জামালপুর-৩ আসনে ৯২ দশমিক ৫৬ শতাংশ, গোপালগঞ্জ-২ আসনে ৯০ দশমিক ৯৪ শতাংশ, গোপালগঞ্জ-৩ আসনে ৯৪ দশমিক ৩১ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯৩ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে।
৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে ভোটের দিন গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৮ আসনের ফলাফলে ফলাফলে দেখা গেছে, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কাস পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১) বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে।
