ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৬:২৯
গাইবান্ধায় মতবিনিময় সভায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

গাইবান্ধা-৩ আসনের নির্বাচনের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে

সোহাগ মৃধা, গাইবান্ধা:
গাইবান্ধা-৩ আসনের নির্বাচনের  ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচন যাতে কোন ভাবেই বিতর্কিত না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। 
বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের অয়োজনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাষ ভট্টাচার্য্যসহ জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সচিব আরও বলেন, গত ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  আগামী ২৭ শে জানুয়ারীর স্থগিত আসনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ,উৎসবমূখর পরিবেশে নির্বাচনটি ব্যাপারেও পূর্ণ নজর দিতে হবে। 
 

 

উপরে