ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ২০:৩৫

চট্টগ্রামে ভিক্টোরিয়া জুটমিলে আগুন

ভোরের বাংলা ডেস্ক
চট্টগ্রামে ভিক্টোরিয়া জুটমিলে আগুন

চট্টগ্রাম নগরের একে খান এলাকায় ভিক্টোরিয়া জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র।

victoria-3

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুটমিলের গুদামে আগুন লেগেছে। মিলটির গুদামে এখন প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য রাখা হয়। খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ ও বন্দরসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

উপরে