ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১১

বৈঠক শেষে বিশ্ব ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
বৈঠক শেষে বিশ্ব ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: ইন্টারনেট

ইজতেমা আয়োজনের কাজ চলছে। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মো: জাহাঙ্গীর আলম, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিভাগীয় কমিশনার ও গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠ পরিস্কার এবং যাবতীয় ইউটিলিটিজর ব্যবস্থা করা হবে। তবে ইজতেমার বাকী কাজ কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, ইজতেমায় আগত বিদেশী মেহমানদের ভিসার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে প্রস্ততিমুলক সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মধ্যে একটু মতবিরোধ ছিল। তারা ঐক্যমত হয়ে আমাদের কাছে এসেছিলেন। তারপর তাদের মতামত নিয়ে এজতেমার সিদ্ধান্ত হয় আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তা ঠিক আছে।

তিনি আরও বলেন,দুই পক্ষের মধ্যে থেকে দুইজন করে নিয়ে মোট চারজন করে প্রতিনিধি নিয়ে ধর্মপ্রতিমন্ত্রী আজ আবারো বসবেন। তারা বসে ইজতেমার সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে তা নির্ধারন করবেন।

তাবলীগ জামায়াতের নেতাদের নিয়ে মিটিং বেশ লম্বা হচ্ছে কেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন সারা বিশ্বেই তবলীগ জামায়াতের মধ্যে মতোবিরোধ শুরু হয়েছে, আমাদের দেশেও বাদ যায়নি। আমাদের উদ্যেশ্য হচ্ছে তাবলীগ জামায়াত আগের মতোই একসঙ্গে থাকবে এবং এবারের ইজতেমাও একই দিনেই হবে। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপরে