ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২০

ঢাবিতে-কোটা-সংস্কার-আন্দোলনকারী-মামুনের-ওপর-হামলার

অনলাইন ডেস্ক
ঢাবিতে-কোটা-সংস্কার-আন্দোলনকারী-মামুনের-ওপর-হামলার

অনলাইন রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনকারী ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কয়েকটি দাবি নিয়ে মামুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিতে ক্যাম্পাসে আসে। লাইব্রেরির সামনে আসলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন এই হামলা চালান বলে মামুন অভিযোগ করেছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমি স্মারকলিপি জমা দিতে ক্যাম্পাসে আসলে লাইব্রেরির সামনে রাইসুলের নেতৃত্বে ৩০-৪০ জন হলের জুনিয়র এসে আমার আমার ওপর অতর্কিত হামলা চালায়। রাইসুল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।’ এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাইসুল ইসলাম বলেন, ‘আমি এ হামলার সঙ্গে জড়িত নই। এ বিষয়ে আমি কিছু জানি না।’

 

উপরে