আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২১
রোহিঙ্গা ক্যাম্পে খেলায় মাতলেন জোলি!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো বাংলাদেশে আসলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা জানতে এবং তাদের অভিজ্ঞতার বর্ণনা শুনতেই এ সফর তার।
সোমবার বাংলাদেশে এসেই টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জোলি। সেখানে প্রায় ৩ ঘণ্টা রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে সময় কাটান তিনি।
এ সময় তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গেও বেশ কিছু সময় কাটান। তাদের সঙ্গে খেলায় মেতে উঠেন হলিউডের এই অভিনেত্রী।
এদিকে রোহিঙ্গাদের অভিজ্ঞতার কাহিনী শুনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি অবেগপ্রবণ হয়ে পড়েন।
