আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১১
মাইক্রোবাসের ধাক্কায় ইত্তেফাক সাংবাদিকের মেয়ে নিহত
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা সূচি (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা তাহসিনা সূচি উত্তরার মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ও সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম।
দুর্ঘটনার পর সূচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
