সংসদ-অধিবেশনে-ক্রিকেট-দলের-ওয়ানডে-অধিনায়ক-মাশরাফি
সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়া থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবাইকে পেছনে ফেলে আলোচনায় শীর্ষে ছিলেন মাশরাফি। যাকে অধিনায়ক বলেই সবাই সম্বোধন করেন।
গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল খেলা থাকায় সংসদ অধিবেশনে সক্রিয় হতে পারেননি ক্রিকেট দলের এই অধিনায়ক। তবে মঙ্গলবার অধিবেশনের চতুর্থ দিন বিকেলে সাড়ে ৪ টায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সংসদে আসেন মাশরাফি বিন মর্তুজা কৌশিক।
গায়ে শুট কোর্ট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদ অধিবেশনে আসেন মাশরাফি। এসেই ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের সাত নম্বর সারিতে নিজের আসনে বসেন মাশরাফি। বাংলাদেশ দলের অধিনায়ক বসার সঙ্গে সঙ্গে তাঁর আশপাশের এমপিদের মধ্যে এক ধরণের কৌতুহল দেখা যায়। অনেককেই কথা বলতে দেখা যায় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। একে একে অন্যান্য সংসদ সদস্যরাও কথা বলেন তাঁর সঙ্গে।
মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলছিল। তাও আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে তিনি প্রশ্নোত্তর পর্বে অংশ নেননি।
