আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪০
আবারো-পেছাল-রাজীবের-মামলার-তদন্ত-প্রতিবেদন
অনলাইন ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হওয়ার পর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১৩ মার্চ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আটবার পেছাল প্রতিবেদন দাখিলের দিন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
মামলার আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
