বাংলা ভাষার দাবি অগ্রাহ্য হওয়ায় ঢাকায় তীব্র বিক্ষোভ
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে গণ-পরিষদের অন্যতম ভাষা করার দাবি করাচিতে গণ-পরিষদে অগ্রাহ্য হওয়ার সংবাদ বিশেষ করিয়া পূর্ব-পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্তৃক উহার তীব্র বিরোধিতার সংবাদ এখানে পৌঁছামাত্র স্থানীয় ছাত্র, রাজনৈতিক ও শিক্ষিত মহলে ইহার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সকলেই জিজ্ঞাসা করিতে থাকেন “উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হইতে পারে বলিয়া পূর্ববঙ্গের অধিকাংশ লোকের অভিমত...”— মাননীয় খাজা নাজিমুদ্দীন পূর্ব-পাকিস্তানের অধিকাংশ অধিবাসীর এই মত কবে এবং কোথায় পাইলেন? পূর্ব-পাকিস্তানের সভ্যগণ কেনই বা গণ-পরিষদের অন্যতম ভাষা হিসাবে বাংলাকে ব্যবহারের দাবির বিরুদ্ধে ভোট দিলেন তাহাও সর্বসাধারণ জিজ্ঞাসা করিতে থাকে। প্রতিক্রিয়া এত তীব্র হয় যে, খাজা নাজিমুদ্দীনের উপরোক্ত মন্তব্য ও গণ-পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ গতকল্য ধর্মঘট পালন করে।
...এদিকে, দৈনিক আনন্দবাজার সূত্রে জানা যায়, “বাংলা ভাষাকে পূর্ববঙ্গের রাষ্ট্রভাষা করার দাবি” “১১ মার্চ ধর্মঘট পালনের জন্য বিশিষ্ট মুসলমানদের আবেদন” প্রকাশের সংবাদ। সংবাদে প্রকাশ, ১৯৪৮ সনের ৩ মার্চ তমদ্দুন মজলিসের রাষ্ট্রভাষা সাব-কমিটির আহ্বায়ক শামসুল আলম, মজলিসের সম্পাদক আবুল কাসেম, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের আহ্বায়ক নৈমুদ্দিন আহম্মদসহ বিশিষ্ট ব্যক্তিগণ নিম্নলিখিত বিবৃতি দিয়াছেন: (১) বাংলাকে পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা, (২) কেন্দ্রীয় পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ও (৩) পাকিস্তানের গণপরিষদের অন্যতম ভাষা করার দাবিতে কিছুদিন যাবত্ বেশ আন্দোলন চলিয়া আসিতেছে।
সমগ্র পাকিস্তানের মোট দুই তৃতীয়াংশের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে পাকিস্তানের রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনের প্রয়োজন হইতেছে। ইহা লজ্জার কথা এই গণতান্ত্রিক দাবির আন্দোলনকে আমাদের রাষ্ট্রনেতারা মোটেই সু-নজরে দেখিতেছেন না। ...কেন্দ্রে বাংলাকে উর্দু ও ইংরেজির সমমর্যাদা দানের জন্য গত ২৫ শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে যে প্রস্তাব আনয়ন করা হইয়াছিল তাহাও সম্পূর্ণ অন্যায়ভাবে বাতিল করিয়া দেওয়া হয়। এই ব্যাপারে পূর্ব পকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ভ্রান্তিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা করিতেছি।
...এই উদ্দেশ্যে প্রতিবাদ জ্ঞাপনের জন্য পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ ও তমদ্দুন মজলিসের যুক্ত রাষ্ট্রভাষা সাব-কমিটি সমগ্র পূর্ব পাকিস্তানে আগামী ১১ মার্চ, বৃহস্পতিবার সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানাইয়া এক আবেদন করিয়াছেন। আমরা পূর্ব পাকিস্তানের সমস্ত রাজনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং জাতিধর্ম নির্বিশেষে সমস্ত ছাত্র ও নাগরিক বন্ধুদিগকে যুক্ত রাষ্ট্রভাষা সাব-কমিটির উক্ত কার্যসূচি অনুযায়ী ১১ মার্চ শান্তি ও শৃঙ্খলার সঙ্গে উক্ত ধর্মঘট পালনের জন্য আবেদন জানাইতেছি।
