২৬ বছর পর রায়ে আসামির এক বছরের দণ্ড
ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে ২৬ বছর আগের এক মামলায় বর্তমানে বিলুপ্ত পলিক্যাম ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক আবদুর রবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অপরদিকে প্রতিষ্ঠানটির দুই ফার্মাসিস্ট- মাহবুবুল আলম ও মো. দেলোয়ার হোসেন এবং ম্যানেজার এএসএম গোলাম কাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় দেন। রায়ে আব্দুর রবের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামি আব্দুর রবের পক্ষে উচ্চ আদালতে আপিলের শর্তে তার আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পলিক্যাম ল্যাবরেটরিজের ভেজাল প্যারাসিটামলে শিশু মৃত্যুর অভিযোগে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর মামলাটি করেন তৎকালীন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক মো. আবুল খায়ের চৌধুরী।
