ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৫

ভেঙে দেয়া হয়েছে ১০টি ভবনসহ ২৯০ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক
ভেঙে দেয়া হয়েছে ১০টি ভবনসহ ২৯০ স্থাপনা

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার রাজধানীর কামালবাগ, লোহারপুল, ছাতা মসজিদ এলাকায় অভিযান চলে।

এ সময় দোতলা ও একতলা ১০টি ভবনসহ ২৯০টি স্থাপনা ভেঙে দেয়া হয়। উচ্ছেদ করা হয় শতাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। এ অভিযানে একজন সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানও ভেঙে দেয়া হয়। বুড়িগঙ্গী নদী দখলদার উচ্ছেদে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অভিযান চালায় বিআইডব্লিউটিএ। দুটি এস্ককেভেটর দিয়ে নদীর সীমানায় পড়েছে এমন সব স্থাপনা ভেঙে দেয়া হয়।

এর মধ্যে দোতলা ভবন তিনটি, একতলা ভবন সাতটি, আধাপাকা স্থাপনা ২৩টি ও ২৫৭টি টংঘর রয়েছে। এ নিয়ে তিন দিনে মোট এক হাজার ১৯৯টি স্থাপনা উচ্ছেদ করা হল বলে জানিয়েছেন ঢাকা নদীবন্দর কর্মকর্তা একেএম আরিফ উদ্দীন। তিনি জানান, নদীর জমি দখলের দায়ে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে।

বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ’র অভিযানে কামালবাগ, লোহারপুল, ছাতা মসজিদ এলাকায় অভিযানের সময়ও নদীর জমিতে গড়ে ওঠা অনেক দোকানপাট খোলা ছিল। ওই অবস্থায় এস্ককেভেটর দিয়ে দোকানপাট ভেঙে ফেলা হয়। নদীর জমিতে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। সেগুলোও গুঁড়িয়ে দেয়া হয়।

উপরে