আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫৭
ঢাকায়-মাদকবিরোধী-অভিযানে-গ্রেফতার-৪৭
অনলাইন ডেস্ক
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে ১০ হাজার ৫৩০টি ইয়াবা, কিছু হেরোইন, গাঁজা ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
