আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২৬
কেরানীগঞ্জে-চার-কোচিং-সেন্টার-সিলগালা
অনলাইন ডেস্ক
সরকারি আদেশ অমান্য করে কোচিং ব্যবসা চালানোর অভিযোগে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে চারটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কোচিং সেন্টারের চার শিক্ষককে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জে এ অভিযান পরিচালনা করে র্যাব-১০। র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর ইমরান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোচিং ব্যবসা চালু রাখায় চারটি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে। এ সময় চার শিক্ষকের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
