ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩২

এমপি হচ্ছেন মেননপত্নী

নিজস্ব প্রতিবেদক
এমপি হচ্ছেন মেননপত্নী
এমপি হচ্ছেন মেননপত্নী। ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে দলীয় সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা খান বিউটির নাম জমা দেয়া হয়েছে নির্বাচন কমিশনে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বিউটি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দলীয় প্রত্যয়নে মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত ৫০ আসনের জন্য এদিন আওয়ামী লীগের ৪৩ জনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় তাদের ভাগের একটি আসন স্থগিত থাকছে।

অতিরিক্ত প্রার্থী না থাকায় আগামী ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এই ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, বিগত দশম সংসদেও ওয়ার্কার্স পার্টির পাঁচজন নির্বাচিত সদস্য থাকায় সংরক্ষিত নারী আসনের একটি পেয়েছিল দল। দলের পলিটব্যুরোর একমাত্র নারী সদস্য হাজেরা সুলতানা সাংসদ হয়েছিলেন।

উপরে