ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৮

ফেনসিডিল, প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
ফেনসিডিল, প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি আটক

আজ ১৩ ফেব্রুয়ারি সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২, স্পেশাল কম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান (পিএসসি) ও সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে  সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন মধ্য ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে রাজশাহী হতে ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৯-৪৭৬৬) তল্লাশি চালিয়ে ২৬৬ বোতল আমদানি নিষদ্ধি ভারতীয় ফেনসিডিল, ১টি কালো রংয়ের প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন ও নগদ ২৬৮০/-টাকা উদ্ধার করা হয়। 

এ সময় র‌্যাব প্রাইভেট কারে থাকা আসামি মো. কাজী দিপু (৩২) ও মো. সমরাজ (৩৫)-কে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 
 
 
 
উপরে