সড়ক দুর্ঘটনা সবচেয়ে বড় দুর্ভাবনা: ওবায়দুল কাদের
মহাসড়কে একের পর এক দুর্ঘটনাকে সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় হিসেবে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমি নিজেই বলেছি সড়কে শৃঙ্খলা আসেনি। অবকাঠামোগত প্রকল্পে যত অগ্রগতি, সেই তুলনায় সড়ক ও পরিবহনে শৃঙ্খলটা অতটা হয়নি।
যে কারণে অ্যাক্সিডেন্ট ও যানজট রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। দুর্ঘটনা কমিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, শিগগিরই সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডাকা হবে। কমিটি সাজানো হবে নতুন করে।
নতুনভাবে প্রোগ্রাম নেয়ার চিন্তাভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়ক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করে দেব। তাদের কাছ থেকে অল্প দিনের ব্যবধানে প্রতিবেদন চাইব। পরে যদি টাস্কফোর্স করতে হয় তা-ও করব। তিনি বলেন, জাতীয় স্বার্র্থে এটার (সড়ক দুর্ঘটনা) লাগাম টেনে ধরতে হবে। রাশ টেনে ধরতে হবে। কারণ সড়ক দুর্ঘটনা যে এখন আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা, এটা অস্বীকার করে লাভ নেই।
সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ছোট গাড়ি- স্বীকার করে মন্ত্রী বলেন, বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয়, আর ইজিবাইকে যদি ১০ জন থাকে, ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।
মন্ত্রী স্বীকার করেন, ইজিবাইক-নসিমন-করিমনের সঙ্গে অনেকে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। তবে মানুষের জীবন বাঁচাতে হবে আগে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এরপর বিএনপি এতে অংশ নিল কি নিল না, তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতকে বিএনপি ছেড়ে দেবে বলে মনে হয় না। কারণ দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে।
