ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৩৬

প্রতিমন্ত্রী নজরুল হামিদ বললেন, ‘পরিবেশ রক্ষাকরে’ সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে আমরা এখনও সক্ষম নই

অনলাইন ডেস্ক
প্রতিমন্ত্রী নজরুল হামিদ বললেন, ‘পরিবেশ রক্ষাকরে’ সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে আমরা এখনও সক্ষম নই

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন, আমরা পরিবেশ রক্ষাকরে সাশ্রয়ী মুল্যে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ উৎপাদনে এখনো সক্ষম হইনি। এ জন্য জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিসালী করে সাগর থেকে গ্যাস উত্তোলন করতে হবে। বাংলাদেশে বড় পাওয়ার প্লান্ড একটা বড় চ্যলেঞ্জ । এর কাজ আমরা ইতি মধ্যে শুরু করেছি। এবছরে পায়রা বিদ্যুত কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাবো। ২০২৩-২৪ সালের দিকে নিউক্লিয়ার থেকে বিদ্যুৎ পাবো।

বৃহস্পতিবার ডিবিসি নিউজের ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি আরো বলেন , ‘পরিবেশ রক্ষাকরে’ সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে আমরা এখনও সক্ষম নই ।

তিনি বলেন, আমরা বিগত ৫ বছরে ৯৩ শতাংশ বিদুৎ দিতে সক্ষম হয়েছি, ৫ বছর আগে মাত্র ৪৭ শতাংশ বিদ্যুৎ ছিলো। একহাজার মেগাওয়াড বিদ্যুৎ উৎপাদন করতে খরচ পরে ১.৩ বিলিয়ন থেকে ১.৪ বিলিয়ন ডলার। আগামি ৫ বছরের মধ্যে আমি যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন করতে চাই ৩০ বিলিয়ন ডলার লাগবে । ইতিমধ্যে বিদ্যুৎ খাতে ২০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে।

তিনি আরো বলেন, আমাদের গ্রাহক ৩ কোটি ৮০ লাখ, গ্রাহকের সুবিধার জন্য পল্লীবিদ্যুৎ ঘরে ঘরে যাচ্ছে। পল্লীবিদ্যুৎ আওয়াতাধীন ৮০ হাজার ৫৬৩ টি গ্রামের মধ্যে ৭০ হাজার ১২০ টিতে পূর্ণাঙ্গভাবে ও৯ হাজার ৮১৮ টিতে আংশিকভাবে বিদ্যুৎ সম্পন্ন করা হয়েছে। গ্রামের লোকেদের কাছে কন্টাক্টররা টাকানেয় এমন ঘটনা ঘটছে,আমরা এব্যপারে সাধারণ মানুষকে সচেতন হতে বলবো।

উপরে