ভুয়া নিবন্ধন ঠেকাতে ডাটাবেজ থেকে পাসপোর্টের তথ্য যাচাই
ভুয়া নিবন্ধন ঠেকাতে প্রাক-নিবন্ধিত হজ গমনেচ্ছুদের নিবন্ধনের আগে তাদের পাসপোর্টে দেয়া তথ্য-উপাত্ত পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবারই প্রথমবারের মতো পাসপোর্ট অধিদফতরের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপিত হওয়ায় এ বছর পাসপোর্টের তথ্য পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে যাচাই করার সুযোগ পাচ্ছে ধর্ম মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি হজ এজেন্সি।
পাসপোর্ট অধিদফতরের নির্দেশনা অনুযায়ী দিনে ২০০টি এবং রাতে ১০ হাজার পাসপোর্টের তথ্য যাচাই করা যাবে। এমতাবস্থায়, হজ এজেন্টরা জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের ন্যায় নিবন্ধনযোগ্য হজযাত্রীদের পাসপোর্ট নম্বরের তথ্য যাচাইয়ের জন্য সাবমিট করতে পারবেন। পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে পাসপোর্টের তথ্য প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধনের পরবর্তী কাজ সম্পাদন করা যাবে।
পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে পাসপোর্টের তথ্য হালনাগাদ হয়েছে কি না, তা নিবন্ধন সিস্টেমের ‘পাসপোর্ট স্ট্যাটাস’ রিপোর্টে দেখা যাবে।
উল্লেখ্য, সৌদি সরকারের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের হজ চুক্তি অনুসারে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
