আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৭
খালেদার স্বাস্থ্য পরীক্ষা করলেন ৫ চিকিৎসক
অনলাইন ডেস্ক
ফাইল ছবি
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক।
সূত্র জানায়,রোববার বিকেল তিনটার দিকে এই পাঁচ চিকিৎসক পুরনো ঢাকায় অবস্থিত কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে চান। এক ঘণ্টার বেশি সময় কারাগারে চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
পাঁচ সদস্যের এই চিকিৎসকদের দলে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা আহমেদ এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ।
