ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২৪

পল্টনে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
পল্টনে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: প্রতীকী

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- মোঃ সবুজ ওরফে দুলাল (৩০) ও মোঃ নাছির (৩০) । গ্রেফতারের সময় তাদের  হেফাজত হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি’১৯ দুপুর ২.৪০ টা হতে ৩.৩০ টা পর্যন্ত গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে মাদক  ব্যবসায়ী মোঃ সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানা  সূত্রে আরো জানা যায়, ঐদিন রাত ০৮.০৫ টা হতে ৮.৪৫ টা পর্যন্ত  গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ নাছিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে আজ (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

উপরে