ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৩

চকবাজারে অগ্নিকাণ্ড: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চকবাজারে অগ্নিকাণ্ড: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া আরো ২ জন ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯।

আগুনের ঘটনায় দগ্ধ সোহাগ (২০) বার্ণ ইউনিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় সোমবার (২৫ ই ফেব্রুয়ারি) রাত সোয়া ১টায় মৃত্য হয়েছে। নিহতের বড় ভাই রুহুল আমিন জানান অগ্নিকাণ্ডের ঘটনার দিন গোডাউন থেকে বাসায় ফেরার পথে অগ্নিকাণ্ডে আগুনে দগ্ধ হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিং ফুলপুর থানার মাহমুদপুর গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে বসিলা ব্রিজ ঘাটারচর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পেশায় কসমেটিক গোডাউনের শ্রমিক হিসেবে কাজ করতো।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১০টায় মারা যান ঘটনায় দগ্ধ হওয়া আনোয়ার হোসেন (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল ও ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

নিহতের ছেলে হৃদয় জানান, তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন রিকশাচালক। অগ্নিকাণ্ডের সময় চুড়িহাট্টার নন্দকুমার দত্ত সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর তখনই এ ঘটনায় দগ্ধ হন।আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তবে বর্তমানে স্ত্রী হাজেরা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি।

উপরে