আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:১৭
রাজধানীতে মাদকদ্রব্যসহ আটক ৬৪
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৪ মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ২২ হাজার ৪৭৪ পিস ইয়াবা, এক কেজি ৩০৪ গ্রাম ১৮১৫ হেরোইন, তিন কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, ২১ বোতল দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
